সাহাদাত হোসেন দিপু ঃ-
করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত করার ঘোষণা দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এবং জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
ইতিমধ্যে করোনায় ডেঞ্জারাস জেলা ক্ষেত ঢাকা ও নারায়ণগঞ্জ শহর থেকে প্রতিনিয়ত লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন বাজারে পণ্য নিয়ে ঢুকছে অসংখ্য পণ্যবাহী ট্রাক। এতে আতঙ্কের মধ্যে দিন অতিবাহিত করছে এসব এলাকার বাসিন্দারা।
মান্দারী, চন্দ্রগঞ্জ বাজারের কিছু ব্যাবসায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, ও ব্রাহ্মণবাড়িয়া, গিয়ে পাইকারি বাজার হতে মালামাল আনায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। চন্দ্রগঞ্জ থানায় বসবাস করা কয়েকজন বাসিন্দা দিগন্তের আলোকে বলেন ঢাকা ও নারায়ণগঞ্জ যেহেতু সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত সেহেতু ওইসব জেলা থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক আসায় আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। আক্রান্ত জেলাগুলো থেকে যেন কোন যানবাহন আসতে না পারে এই বিষয়ে লক্ষীপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, ও চন্দ্রগঞ্জ থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।