সাহাদাত হোসেন দিপু ঃ-
লক্ষীপুর যানবাহন হইতে চাঁদার টাকা আদায় করার সময় দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার দুপুরের লক্ষ্মীপুর জেলার চর রুহিতা মোল্লার হাট বাজার এলাকা থেকে বিভিন্ন যানবাহন হইতে চাঁদা আদায় করার সময় ০২ চাঁদা আদায়কারী গ্রেফতার করেছে ডিবি।
সদর উপজেলাী চররুহিতা মোল্লার হাট বাজারে বিশেষ অভিযান চালিয়ে মোঃ সুমন হোসেন(২০) অমিত চন্দ্র দাস (১৯), নামের দু’জনকে চাঁদার টাকাসহ হাতে নাতে আটক করেন। তারা উভয় চিহ্নিত চাঁদা আদায়কারী।
তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন লক্ষীপুর জেলার ডিবির ওসি মোক্তার হোসেন।