লক্ষীপুরে গেটের নিচে ছাপা পড়ে শিশু শ্রমিক নিহত

চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর সদর

সাহাদাত হোসেন দিপু ঃ-
যে বয়সে সাইমুন এর পড়ালেখা আর খেলার মাঠে খেলার কথা ছিল, সেই বয়সেই তাকে হাতে তুলে নিতে হল লোাহার হাতুড়ে।আর সেই লোহার আঘাতেই প্রাণ গেল এই ১৩ বছরের ছোট্ট সাইমুনের।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে।শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ১:৪৫ মিনিটের সময় চন্দ্রগঞ্জ মধ্যে বাজারের রোমানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এন্ড রেন্ট এ-কার নামক প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটেছে। এইসময় দোকানের মালিক মোঃ রুবেল সহ অন্যান্যরা বাহিরে কাজ করতে চলে গেলে দোকানে সাইমুন একা থাকে। হঠাৎ তিন মাস আগে তৈরীকৃত বড় আকারের লোহার গেইট সাইমুনের উপর আছড়ে পড়ে। সাথে সাথে সাইমুনের শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয় । পরে উপস্থিত লোকজন শিশুটিকে স্থানীয় ন্যাশনাল হসপিটালে নিয়ে যায়, ঐখানে কর্তব্যরত চিকিৎসক সাইমুনের অবস্থা দেখে তাকে নোয়াখালীর সদর হাসপাতালে স্থানান্তর করে। নোয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইমুনকে মৃত বলে ঘোষণা করেন।

সাইমুন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ১নং আমানউল্যাপুর ইউনিয়নের গোবিন্দের খিল গ্রামের বরইন্নার বাড়ির মোঃ শাহজাহানের ছেলে। শাহজাাহান চন্দ্রগঞ্জ বাজারের গণমিলনায়তনের পাশেই ছোট্ট একটি চায়ের দোকান দেয়। শাহজাহান বলেন ভাগ্যে আল্লাহ যা রাখছে তাই হইছে। এবিষয়ে জানতে চাইলে সাইমুনের ওয়ার্কসপের মালিক রুবেল বলেন, বিষয়টি অনাকাঙ্খিতভাবে ঘটেছে । আমরা কেউই দোকানে ছিলাম না। শিশু শ্রমিক দোকানে কেন রাখছেন জানতে চাইলে রুবেল কোন উত্তর না দিয়ে চলে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, বিষয়টি জানার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যায়, তিনি আরও বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে, অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *