সাহাদাত হোসেন (দিপু)
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নে উত্তর চন্দ্রপুর গ্রামে প্রবাসীর স্ত্রীকে গনধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীররাতে দিকে সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটায়। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফজলুল হোকসহ চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভিকটিম (২৩) জানান, ৩ বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। দেড় বছর আগে তাদের এক ছেলে সন্তানের জন্ম হয়। শিশুর সাড়ে ৩ মাস বয়সে স্বামী সৌদিতে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের চন্দ্র পুর এলাকার বাচ্চু,ও সোহেল নামের তিন বখাটেসহ কিছু ছেলে মোবাইলে উত্ত্যক্ত করত। এদের মধ্যে দুইজন আমার বাসুরের ছেলে। সোমবার রাতে ফোন দিয়ে আজেবাজে কথা শুরু করলে ফোন কেটে দিয়ে নম্বরটি ব্ল্যাক লিস্ট করে রাখা হয়। রাত আড়াইটা থেকে ৩টার দিকে চাদের দরজা দিয়ে ওরা ঘরে ঢোকে। এবং আমার হাত পা বেধে জোরপূর্বক গনধর্ষন করে। এ সময় তারা আমার কানের দুল ও গলার চেনসহ সাড়ে ৮ আনা ওজনের স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। এবং ৫ লক্ষ টাকা রেডি রাখতে বলে না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়, পরে আমি থানায় মামলা করি। চন্দ্রগঞ্জ থানার ওসি ফজলুল হক জানান, সংবাদ পেয়ে পুরিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো ঘটনায় ভিকটিমের স্বীকারোক্তি নেওয়া হয়েছে। ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লক্ষীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।