লক্ষীপুরে ইটভাটায় ফসলি জমির মাটি: ম্যাজিস্ট্রেট অভিযান ৫লক্ষ টাকা জরিমানা

অপরাদ রামগতি

দিগন্তের আলো ডেস্ক ঃ-

কৃষি ও চাষাবাদের জমি থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় নেয়া, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩’র ৫ (১) অপরাধের ১৫ ধারায় জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩টি ইটভাটাকে সাড়ে ৫লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত মঙ্গলবার বিকালে জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের মেসার্স নাহার ব্রিক্সকে ১লক্ষ ৫০হাজার টাকা, মেসার্স এস এস ব্রিক্সকে ২লক্ষ টাকা ও মক্কা ব্রিক্সকে ২লক্ষ টাকাসহ সাড়ে ৫লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকটি ইটভাটার মালিকপক্ষকে উল্লেখিত আইনের বিষয়ে সতর্ক থাকার জন্য হুশিয়ারি প্রদান করেন।
জেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাজিব হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাাহবুবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহীন, সহকারী কমিশনার মোঃ সাদ্দাম হোসেন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানজির তারেক ইবনে সিদ্দিক উপস্থিত ছিলেন।
জেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাজিব হোসেন জানান, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশনায় রামগঞ্জ উপজেলার কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করি। এসময় ইটভাটার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায়, কৃষি জমি থেকে মাটি উত্তোলন করার অভিযোগ এবং যে সব এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ রয়েছে এমন এলাকায় ইটভাটা স্থাপন করার কারনে ৩টি ইটভাটার বিরুদ্ধে পৃথক মামলায় সাড়ে ৫লক্ষ টাকা জরিমানা করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *