লক্ষীপুরে আবারও সক্রিয় কিশোর গ্যাং, আতঙ্কে সাধারণ মানুষ

অপরাদ লক্ষ্মীপুর

সাহাদাত হোসেন দিপু :

লক্ষীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের কিছু সদস্যকে পুলিশ প্রেপ্তার করলেও। কিছুতেই যেন দমানো যাচ্ছে না তাদের অপরাধ কর্মকান্ড, দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে, অভিযোগ রয়েছে এই চক্রটির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতি, যৌন হয়রানিসহ, বিভিন্ন অভিযোগ রয়েছে।

এদিকে সম্প্রতি কিশোর গ্যাং চক্রের অপরাধ কার্যক্রম দেখা না গেলেও, ইদানীং অভিযোগ রয়েছে লক্ষীপুরের বিভিন্ন এলাকা ঘিরে সক্রিয় হয়ে উঠেছে কয়েকটি কিশোর গ্যাং আপরাধী চক্র। ফেসবুকে গ্রুপ খুলে প্রচারণা, বাহারি পোশাক, মোটরসাইকেল নিয়ে মহড়ার মাধ্যমে এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করে তারা। তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষ। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ৭/৮ জন সক্রিয় কিশোর মিলে তৈরি করে একটি সংবদ্ধ দল।

নাম না বলা শর্তে একজন ভুক্তভোগী জানান ‘ লক্ষীপুর জেলার মান্দারী ইউনিয়নের পাশে, গোবিয়ারখীল গ্রামের কয়েকজন কিশোর ছেলের বিভিন্ন অপরাধ কর্মের কারণে মানুষ অতিষ্ঠ। এদের বিরুদ্ধে কয়েকবার এলাকায় বিচার হলেও, কোন লাভ হয় নাই। এমন কোন খারাপ কাজ নেই যে তারা করেনা, তাদের বিরুদ্ধে, মাদক, জুয়া, প্রবাসী স্ত্রীদের রাতের অন্ধকারে যৌন হয়রানিসহ নানারকম অভিযোগ রয়েছে।

এই ছাড়াও, দিঘলী, লাহারকান্দী, চন্দ্রগঞ্জ, দত্তপাড়া, ভাঙ্গা খাঁ,সহ বেশ কয়েকটি ইউনিয়ন কিছু এলাকায় কিশোর গ্যাং দলের সক্্িরয় সদস্য আছে বলে অভিযোগ রয়েছে। গীটার ও বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন এলাকার মাঠে বসে গান করে রেড়ানো এই সকল কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, ইভটিজিং, উঠতি বয়সের কিশোরেদের নানা অসামাজিক কাজে জড়িত করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

করোনাকালীন স্কুল বন্ধ থাকায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বেশি জড়িয়ে পড়ে কিশোর গ্যাং। এই গ্যাংয়ের সদস্য ১৫-২০ জন। আশে পাশের এলাকায় বন্ধুরা মিলে উশৃঙ্খলভাবে চলাফেরা করে তার গ্যাং এর সদস্যরা। খোলা মাঠে প্রতি সন্ধ্যায় বসে উঠতি বয়সের কিশোরদের মাদক সেবনের আড্ডা। মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, গন্ধব্যপুর গ্রামের বউ বাজার, আমিন বাজারের পাশে দিঘির পাড়, মান্দারী বাজারের পাশে ফিসারী মাঠ, হাজীরপাড়া ইউনিয়নের নাছিরপুর, মান্দারী ,দিঘলী, ও ভাঙা খাঁ ইউনিয়নসহ সন্ধ্যার পর কিছু ব্রীকফিল্ডের মাঠসহ কয়েকটি স্থানে প্রকাশ্যে দলবেঁধে চলছে এসব কিশোরদের, মাদক, চাঁদাবাজি, ইভটিজিং, চুরিসহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।

কিশোর গ্যাং সম্পর্কে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হোক দিগন্তের আলোকে বলেন, চন্দ্রগঞ্জ থানা এলাকার মধ্যে কিশোর গ্যাং কিংবা কিশোর গ্যাং এর কোন সক্রিয় সদস্য ও দল নেই। তিনি আরও বলেন, কিশোর গ্যাং বা এই দলের সক্রিয় কোন সদস্যদের বিরুদ্ধে থানায় এখনও আমরা কোন অভিযোগ পাইনি, তিনি আরও জানান লক্ষীপুর জেলার মাননীয় পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম স্যার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন, কিশোর গ্যাং বা এই দলের সক্রিয় কোন সদস্য আছে এমন অভিযোগ পেলে তাদেরকে অবশ্যই শক্ত হাতে ধমন করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *