দিগন্তের আলো ডেস্ক ঃ-
রোববার (২৮ মে) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের লক্ষ¥ীপুর-রামগতি আঞ্চলিক সড়কের ছটকির সাঁকো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ঝর্ণা আক্তার সুমি লক্ষ¥ীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার সালেহ আহম্মেদ রুবেলের স্ত্রী।
আহতরা হলেন- কমলনগর উপজেলার করইতলা এলাকার বাসিন্দা ফাতেমা বেগম, তার ছেলে মোবারক হোসেন (৪)। অপর আহত লক্ষ¥ীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী মো. জুয়েল। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ¥ীপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কমলগরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে রামগতি থেকে ছেড়ে আসা মায়ের দোয়া নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঝর্ণা আক্তার সুমি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত ফাতেমা, মোবারক ও জুয়েলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লক্ষ¥ীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।