দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ¥ীপুরের রামগতিতে জোরপূর্বক এক কিশোরীকে (১৫) ধর্ষণ চেষ্টার ঘটনায় মেহেদী হাসান অন্তর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে অন্তরকে আদালতে সোপর্দ করা হয়।
ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী কিশোরী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কবীরের কাছে লিখিত জবানবন্দি দিয়েছেন।
এর আগে দুপুরে কিশোরীর মা বাদী হয়ে অন্তরসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন মো. হান্নান ও সজিব। আসামিরা উপজেলার চরসীতা গ্রামের বাসিন্দা ও সম্পর্কে বন্ধু।
ভুক্তভোগী কিশোরীর দাবি সে চরগোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
অভিযোগ সূত্র জানায়, সোমবার দুপুরে চরগোসাই কমিউনিটি ক্লিনিক থেকে ওষুধ নিয়ে কিশোরী বাড়ি ফিরছিলেন। পথে হান্নান পেছন থেকে তার মুখ ও চোখ চেপে ধরে একটি সুপারির বাগানে নিয়ে যায়। সেখানে হান্নান তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আসামি অন্তর ও সজিব সেখানে পাহারারত ছিল। পরে ওই কিশোরী চিৎকার চেঁচামেচি করে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। কিশোরী ও তার মা থানায় এসে ওসিকে ঘটনাটি জানায়। ওসির পরামর্শে কিশোরীর মা বাদী হয়ে হান্নানকে প্রধান করে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, চরসীতা গ্রামে অভিযান চালিয়ে অন্তর নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে লক্ষ¥ীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন