রুদ্ধশ্বাস সভায় ঝুলে গেল সাকিবের আইপিএল যাত্রা

খেলাধুলা

দিগন্তের আলো ডেস্ক :-

ফেসবুকে এক লাইভ অনুষ্ঠানে বিসিবি কর্মকর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেঁসে গেছেন সাকিব আল হাসান। আজ রবিবার সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় এক জরুরি সভায় সাকিবের বক্তব্য নিয়ে আলোচনা হয়। সভাশেষে বোর্ডের দুই পরিচালক আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয় সাংবাদিকদের জানান, আইপিএল খেলতে সাকিবকে যে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে, তা পুনর্বিবেচনা করা হবে। সেই সঙ্গে সাকিব শ্রীলঙ্কা সফরে যেতে চাইলেও সুযোগ থাকবে।

আরও পড়ুন : আকরাম খানকে নিয়ে বোমা ফাটালেন সাকিব

সাকিবের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয় জানান, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে সেই সিদ্ধান্ত আসবে বোর্ডসভা থেকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্জয় বলেন, ‘আমার জানামতে বোর্ডের সাথে সম্পৃক্ত বা বর্তমান কোনো খেলোয়াড় বোর্ডের বিরুদ্ধে এভাবে বলতে পারে না। সেক্ষেত্রে বোর্ডে আলাপ আলোচনা, হয়তো বোর্ড সভায় আলাপ করে ঠিক করব।’

আরও পড়ুন : ‘আমি হব বিসিবির ইতিহাসের সেরা সভাপতি’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার হিসেবে বোর্ডের বিপক্ষে কেউ এমন অভিযোগ তুলতে পারে কিনা, এই প্রশ্নের জবাবে তিনি জানান, ‘সেটা বলতে পারে কি পারে না, লিগ্যাল ইস্যু আছে। এগুলো আলাপ-আলোচনা করে এরপর বোর্ডের বক্তব্য জানানো হবে।’ তাছাড়া সাকিবের এমন বক্তব্য শুধু বোর্ডের নয়, সাংবাদিকদের জন্যও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি, ‘অপ্রত্যাশিত আমার জন্য, অপ্রত্যাশিত আপনাদেরও হওয়ার উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *