দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই চালকের অবস্থা আশঙ্কাজনক। রোববার রাত ১টার দিকে রায়পুর উপজেলার রাখালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর চারজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়পুর থানার ওসি আবদুল জলিল এবং ফায়ার সার্ভিসের উপপরিচালক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, রাত ১টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া বাজার এলাকায় কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ২২-০৮৮৯) ও সৌদিয়া পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো -ব -১১-০৭২৩) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই চালকের হাত-পা ভেঙে যায়। এ সময় নারী ও শিশুসহ ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চারজনকে ভর্তি করা হয়। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।