রামগঞ্জে করাতকলে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ

দিগন্ত ডেস্ক ঃ
রামগঞ্জ সংবাদদাতা ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর বাঁশঘর ও বালুয়া চৌহমুনী এলাকায় আজ সোমবার দুপুরে কয়েকটি করাতকলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান। এ সময় লাইসেন্সবিহীন অবৈধভাবে করাতকল চালানোর দায়ে বাঁশঘর মোহাম্মদীয়া স’মিল, মাসুদ স’মিল ও বালুয় চৌমুহনী রহিম স’মিল মালিকদেরকে বন আইন, ১৯২৭ এবং করাতকল (লাইসেন্স)ি বধিমালা, ২০১২ অনুযায়ী ৩০হাজার টাকা জরিমানা এবং স’মিল গুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ করা হয়।

রামগঞ্জ উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ৫৬টি করাতকল আছে , এর মধ্যে ৩০টি করাতকলে লাইসেন্স রয়েছে, ৩টির বিরুদ্ধে মামলা হয়েছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসের জাহান জানান, মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ক্রমান্বয়ে সকল করাতকলে অভিযান চালানো হবে। যে সকল করাতকল অবৈধ পরিচালিত হচ্ছে , তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আজ ৩টি স’মিলের লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *