দিগন্তের আলো ডেস্ক :
বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের জন্য ক্যাটরিনা কাইফকেই দুষলেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।
শুধু তাই নয়, তার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি ক্যাটরিনার সঙ্গে রণবীর অবৈধভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে বিস্ফোরক মন্তব্য দীপিকার।
আর তার জেরেই শেষ পর্যন্ত ওই সম্পর্ক থেকে সরে আসেন ওম শান্তি ওম নায়িকা। খবর জিনিউজ।
খবরে বলা হয়, রণবীর-ক্যাটের সম্পর্কের সূচনা পর্বে তাদের এক ছাদের নীচে বসবাস নিয়ে বলিমহলে নানা গুঞ্জন উঠে।
ওই সময় বোম্বে বেলভেটের শ্যুটিংয়ের মাঝে বেশ কয়েকদিনের জন্য ছুটি নিয়ে স্পেনের ইবিজায় পাড়ি দেন রণবীর কাপুর। ক্যাটরিনাকে সঙ্গে নিয়েই ইবিজায় ঘুরতে বেরিয়ে পড়েন কাপুর বাড়ির ছেলে।
ইবিজার সৈকতে ক্যাটরিনার বিকিনি ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় জোর শোরগোল।
ঠিক সেই সময় বিষয়টি নিয়ে মুখ খোলেন দীপিকা পাডুকন।
ছুটির ছবি প্রকাশ্যে আসায় ক্যাট যখন পাপারাজ্জিদের ওপর তিতিবিরক্ত, তখন দীপিকা বলেন, যখন কেউ সেলিব্রিটি হয়ে যান, তখন তারা পাবলিক ফিগার। তাই সব সময় বুঝেশুনে তাদের পদক্ষেপ নেয়া উচিত। কোথায় যাবেন, কীভাবে যাবেন, সেলেবদের দিকে সব সময় মানুষের নজর থাকে। তাই সংবাদমাধ্যমকে দোষারোপ না করে, সেলেবদের নিজেদের সাবধান হওয়া উচিত।
প্রসঙ্গত বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে ক্যাটরিনা বিকি কৌশলের সঙ্গে ডেট করছেন। আর দীপিকা বলিউডের আরেক জনপ্রিয় নায়ক রণবীর সিংহকে বিয়ে করে সংসার করছেন।