যুক্তরাষ্ট্রে করোনায় ভিয়েতনাম যুদ্ধের চেয়ে বেশি প্রাণহানি

আন্তর্জা‌তিক

দিগন্তের আলো ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণহানি ভিয়েতনাম যুদ্ধে নিহতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। মঙ্গলবার দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার। তবে এরই মাঝে অর্থনৈতিক ব্যবস্থাপনা সহজতর করে দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করেছেন ফ্লোরিডার গভর্নর।

ফ্লোরিডায় দুদিন পর উঠে যাচ্ছে করোনার জন্য ঘরে থাকার নির্দেশনা। এর মাঝে যখন ফ্লোরিডার গভর্নর রন ডি সানতিস হোয়াইট হাউসে বৈঠকের জন্য আসেন তখন একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে রাজ্যটি।

ওভাল অফিসে ট্রাম্পের সাথে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডি সানতিস বলেন, তিনি বুধবার অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞার বিষয়ে একটি পরিকল্পনা ঘোষণা করবেন।

মঙ্গলবার ফ্লোরিডা ২৪ ঘণ্টার রিপোর্টে জানিয়েছে, করোনায় নতুন করে ৮৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে আরো সাত শতাধিক মানুষ। আর পুরো যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৮৪৬ জন আর মৃত্যু হয়েছে ১ হাজার ১৭১ জনের।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ সর্বমোট মারা গেছেন ৫৮ হাজার ৬০৫ জন। কিছু দিনের মধ্যে এ মৃত্যু ছাড়িয়ে গেছে ভিয়েতনাম যুদ্ধে নিহতের সংখ্যাকেও। মার্কিন বাহিনী ভিয়েতনামে ১৬ বছর যুদ্ধ করেছে। এ সময় মারা গিয়েছিল ৫৮ হাজার ২২০ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা গত ১৮ দিনে দ্বিগুণ হয়েছে। এ সংখ্যা ১০ লাখের বেশি। তবে এ সংখ্যা আরো বেশি হতে পারে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষিত কর্মী ও উপকরণের অভাব পরীক্ষার সংখ্যা সীমিত করে দিয়েছে, অনেক আক্রান্ত রয়ে যাচ্ছে লিপিবদ্ধের বাইরে।

আমেরিকার প্রায় ৩০ শতাংশ আক্রান্ত হয়েছে নিউইয়র্কে। এটি হয়ে উঠেছে দেশটিতে করোনা আক্রান্তের এপিসেন্টার। সেই সাথে অধিক আক্রান্ত হয়েছে নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ইলিনয়স, ক্যালিফোর্নিয়া, পেনিনসিলভানিয়া ও মিসিগানে।

গত ডিসেম্বরে করোনায় প্রথম মৃত্যুর কথা জানায় চীন। আর যুক্তরাষ্ট্রে তা শুরু হয় ফেব্রুয়ারিতে।

সূত্র : রয়টার্স ও ন্যাশনাল জিওগ্রাফিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *