দিগন্তের আলো ডেস্ক ঃ-
মূল্যতালিকা ও ক্যাশ মেমো না থাকায় লক্ষ্মীপুরের রামগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ পৌরসভার সোনাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।
রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইকবাল এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত দোকানগুলো হল, মেসার্স কার্তিক সাহা, মেসার্স আবদুল খালেক মাস্টার, মেসার্স আবুল হোসেন ও মেসার্স দিলিপ বণিক।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা বলেন, বাজারে দ্রব্যমূল্য তদারকিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে সোনাপুর বাজারের চানটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা ছিল না ও ক্যাশ মেমো দেখাতে পারেনি। এতে চার প্রতিষ্ঠানের ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।