ফাহিমা আক্তার (তারিন)
কন্যা,তোমার চোখের কোণে কাজল রাঙা,
আমি দেখি আর অপলক চেয়ে থাকি!
তোমার চোখে মায়া আছে, আছে আকৃষ্টের তৃষ্ণা
ভালোবাসার মিষ্টি মায়ায় ঢেকে আছে,
তোমার চারপাশ।
সোনার কন্যার রুপটি ছিলো দুধে আলতা,
মানটা তুমি একটু কমাও ওগো আশালতা!
মিষ্টি মেয়ের চুলটি ছিলো
মেঘের মতো কালো আধার কেটে গেলে
সে আমায় দেখাতো আলো!
জীবন তোমার রঙিন হোক,
হোক সম্পূর্ণ
কানায় কানায় ভালোবাসা থাকুক পরিপূর্ণ।