মাস্ক না পরায় লক্ষ্মীপুরে ১৩ জনকে জরিমানা

অপরাদ লক্ষ্মীপুর সদর

দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরে করোনাভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধবার বিকেলে শহরের ঝুমুর সিনেমা হল এলাকাসহ বিভিন্নস্থানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বনি আমিন এ কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে ঝুমুর সিনেমা হল এলাকায় ১৩ জনকে একশ টাকা করে একহাজার তিনশ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বনি আমিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিহিত ছাড়া চলাচল করায় পথচারীসহ ১৩ জনকে জরিমানা করা হয়।

লক্ষ্মীপুরবাসীর কল্যাণে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *