দিগন্ত ডেস্ক ঃÑ
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী বাজার তেলের পাম্পের সামনে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নিসান নামের এক স্কুল ছাত্র নিহত হয়।
নিহত নিসান (১০) মান্দারী ইউনিয়ন মোটবি গ্রাামের ওহেদ আলী হাজি বাড়ির আবু ছিদ্দিকের ছেলে। বুধবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় সময় পিকাপ ভ্যানের ধাক্কায় ছাত্র নিসান ঘটনাস্থলে নিহত হয়। নিসান উত্তর মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।