মান্দারী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রের পরিদর্শিকা মমতাজের বেগমের বিদায়

চন্দ্রগঞ্জ

শাহাদাত হোসেন দিপু :-
মান্দারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা মমতাজ বেগমের অবসরকালিন বিদায় অনুষ্ঠান ২ মার্চ সকাল ১১টায় মান্দারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার রাজননৈতিক ব্যক্তিবর্গ ডাক্তার ব্যাবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ছাড়াও ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অংশগ্রহনে বিদায় অনুষ্ঠানটি আবেগঘন হয়ে ওঠে ।

মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মিজানুর রহিমের সভাপতিত্বে ডাঃ কামালুর রহিম সমরের পরিচালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা.আশফাকুর রহমান মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান ডা.নুরুজ্জামান মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির খান। নাছির খান ডাঃ কামাল সহ আরোও অনেকেই ।
আলোচনা বক্তারা বলেন দীর্ঘদিন থেকে মমতাজ বেগম অত্যান্ত দক্ষতার সাথে এই এলাকার গরীব মানুষদেরকে সেবা দিয়ে আসছেন এই এলাকার মানুষ তাকে কখনোই বুলবেনা এই ছাড়াও বক্তারা তাদেও আলোচনায় মমতাজ বেগমের কর্মস্থলে থাকাকালীন তার বিভিন্ন বিষয়ে তুলে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *