সাহাদাত হোসেন (দিপু) ঃ-
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী পূর্ব বাজার মাটির ট্রাকের ধাক্কায় প্রাণ গ্রেল জাকের হোসেন নামের একজন ভেন চালকের।
বৃহস্পতিবার রাত আটটায় মান্দারী পূর্ব বাজার একটি ভেন গাড়িকে অতিরিক্ত গতিতে আসা একটি মাটির কাঁটার ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ যায় জাকের হোসেন (৪৫) নামের ঐ ভেন চালকের।
জাকের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বাসিন্দা।