সাহাদাত হোসেন দিপু ঃ-
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নে এই প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে।
একজন পল্লী চিকিৎসক সহ মোট দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন লক্ষীপুর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্ত ব্যাক্তিরা হচ্ছেন ভাঙ্গাখা ইউনিয়নের চৌধুরী বাড়ির পল্লী চিকিৎসক দুলাল হোসেন, ও তার দোকানের স্টাফ মান্দারী ইউনিয়ন উত্তর দূর্গাপুর গ্রামের রিয়াজ উদ্দিন মুন্সি বাড়ির মোহাম্মদ মাহবুব।
দুলাল মান্দারী ইউনিয়নের করোগো পুলের পাশে দীর্ঘদিন থেকে ওষুধের দোকান ও ডাক্তারী (পল্লী চিকিৎসক) পেশায় নিয়োজিত আছেন।
আক্রান্ত হওয়ার পর থেকে দুইজন হোমকোয়ারাইন্টনে আছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
আক্রান্ত পল্লী চিকিৎসক দুলাল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে রোগীদের সেবা দিয়ে আসছি, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের সেবা করতে পারি।