দিগন্তের আলো ডেস্ক ঃ-
জেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারীতে কাভার্ড ভ্যানের চাপায় মো. সুমন (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। শনিবার (২৩ জানুয়ারী) সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মান্দারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কাভার্ড ভ্যান মান্দারী বাজার ব্রিজের উপর উঠার সময় কাটিং শেপ ভেঙে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসে। এ সময় সিএনজি স্ট্যান্ডে সুমন তার সিএনজি অটোরিকশা পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন। কাভার্ড ভ্যানটি সুমনকে চাপা দিলে সুমন ঘটনাস্থলেই মারা যায়। তার মাথা কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধ করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় জানান, নিহত চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজি এবং কাভার্ড ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।