মান্দারীতে উন্নয়নের রতœ হিসেবে জনমনে প্রশংশায় ভাসছেন ইউপি সদস্য

চন্দ্রগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক ঃ-
চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউপি নির্বাচনে ৪ নং ওয়ার্ড থেকে বিজয়ী হয়ে ইতিমধ্যে কয়েকমাসের মধ্যে ওয়ার্ডবাসীর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মেম্বার মমিন উল্ল্যা। জুয়া খেলা বন্ধ, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, টিউবওয়েলসহ সরকারী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করছেন। এছাড়াও অনেকের কাছ থেকে অনুদানের মাধ্যমে ঘর, ঢেউ টিন, স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মাণ, কন্যা দায়গ্রস্থ পিতা, অসুস্থ্য রোগীদের চিকিৎসা, মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খরচ যুগিয়ে যাচ্ছেন। স্কুল কলেজ পড়ুয়াদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে খেলার সরঞ্জামাদী প্রদান, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আর্থিক অনুদান, এলাকার রাস্তা ঘাট মেরামতসহ আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। নিজ ওয়ার্ডের বাহিরেও বিভিন্ন মানবিক, সামাজিক ও ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। সমাজ থেকে মাদক, যৌতুক ও বাল্যবিবাহ মুক্ত করতে তিনি স্থানীয় যুবকদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন।

মান্দারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, মমিন মেম্বার বিজয়ী হয়ে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তার কাছে সাহায্যের জন্য গিয়ে কেউ খালি হাতে ফিরে আসেনি। নিজ ওয়ার্ড ছাড়াও তিনি ইউনিয়নব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন।

একজন নির্বিক, মানবিক, নিরহংকারী ও সদালাপী ব্যক্তি হিসেবে সমাদৃত মমিন মেম্বার জানান, জনগণের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। পরিষদের অর্থ ছাড়াও আমার ব্যক্তিগত অর্থ দিয়ে এলাকার উন্নয়ন করা ও জনগণের পাশে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য। মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের সার্বিক সহযোগিতায় আমি আজীবন জনগণের সেবক হয়ে সেবা করে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *