দিগন্তের আলো ডেস্ক :
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান আসন্ন ২৬ ডিসেম্বর নির্বাচন কেন্দ্র করে তার নিজ বাড়িতে দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
রোববার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় শুরু হয়ে দুপুরে খাওয়া ধাওয়ার মধ্যে দিয়ে এই সভা সম্পর্ণ হয়। এতে সভাপতিত্ব করেন দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজগরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, দিঘলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপস্থিত সকল নেতাকর্মী ও সাধারণ জনগণ আগামী নির্বাচনে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে নৌকার মাঝি ও বর্তমান চেয়ারম্যান শেখ মুজিবুর রহমানের জন্য কাজ করার প্রতিশ্রুতি জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, তিনি বলেন, আমি জীবনে অনেক কিছু পেয়েছি। সবচেয়ে বড় পাওয়া হল জনগণের ভালবাসা। মানুষ আমাকে কি পরিমাণ ভালবাসেন চেয়ারম্যান না হলে বুজতে পারতাম না। আমিও জনগণের সেই ভালবাসার মুল্য দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দিন রাত সারাক্ষণই তাদের সেবা করে যাচ্ছি। দিঘলী ইউনিয়নের কোন জায়গা উন্নয়ন বাকি রাখি নাই। দিন রাত মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছি। চেয়ারম্যান মুজিব আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ‘গ্রাম হবে শহর, শহর হবে নগর’ এই স্লোগানের ভিত্তিতে আমি সরকারের সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করছি। যদি ভুলক্রমে কোন কাজ বাকি থাকে আপনারা আমাকে বলবেন, সেই কাজ আপনাদেরকে নিয়ে বাস্তবায়ন করবো। তিনি আরও বলেন মাদক মুক্ত নেশা মুক্ত, দূর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ্য। রাজনীতি আমার নেশা- পেশা না, তাই মানুষের জন্য কাজ করতে চাই মানুষের ভালবাসা অর্জন করতে চাই। আমাকে আপনাদের পাশে থাকার জায়গা দিলে, সারা জীবন মানুষের পাশে থেকে গণ মানুষের জন্য কাজ করব। দিঘলী ইউনিয়নকে আমি একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বিগত দিন যদি আমি আপনাদের সেবা করে থাকি, তাহলে আগামীতেও আমার জন্য মনে প্রাণে দোয়া করবেন। জনগণের সেবা ব্যাহত হবে মনে করে আমি কোথায় বেড়াতেও যাই না। যাতে করে আগামীতেও দলীয় কর্মী ও জনগণের সুখে দুঃখে পাশে থেকে সেবা করতে পারি।
উক্ত সভায় আরোও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ-সভাপতি হোসেন মেম্বারসহ প্রমূখ । সভায় দলীয় নেতৃবৃন্দ ও তিনশতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিগত দিন আমরা যাকে সুখে দুঃখে পাশে পেয়েছি আগামীতেও তাকেই চেয়ারম্যান হিসেবে চাই।বর্তমান শেখ মুজিব চেয়ারম্যান দিনে রাতে যেকোন সময় ডাক দিলেই ছুটে আসেন।এমন চেয়ারম্যান কোথাও আছে কি না আমাদের জানা নেই। তার মত জনপ্রতিনিধিই পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার।
তিনি সারাক্ষণ জনগণের সুখ দুঃখ নিয়ে ভাবেন। এবং উন্নয়ন করার চিন্তা করেন। তার ইউনিয়নে কোথাও কোন উন্নয়ন বাকী নেই। আমরা সকলে দিঘলী ইউনিয়ন বাশীর কাছে অনুরোধ জানাই অতীতের মতো আগামীতেও শেখ মুজিব চেয়ারম্যানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখার সুযোগ দিন।