দিগন্তের আলো ডেস্ক ঃ-
মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলাওল হলে এ সংঘর্ষ হয়। তবে সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুরুতর আহত এক শিক্ষার্থীর নাম মো. জাহিদ। তিনি হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্য আহতরা হলেন সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. মুজাহিদ, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাব্বির আহমেদ।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ডা. টিপু সুলতান গণমাধ্যমকে বলেন, আমাদের এখানে শহিদ নামের এক শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছে। তার বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। তবে মাথার আঘাতটা গুরুতর। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।