দিগন্তের আলো ডেস্ক :-
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার তদারকির অংশ হিসেবে আজ (১৯ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনায় নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক নুর হোসেন।
এ সময় পণ্যের মূল্য তালিকা লিখে প্রদর্শন না করার দায়ে ভাই বন্ধু জেনারেল স্টোরকে চার হাজার, সোহেল স্টোরকে এক হাজার, আরিফ স্টোরকে এক হাজার, আল আমিন স্টোর দুই হাজার, মফিজ স্টোর এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সময়ে কেকের প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আবুল কালাম স্টোরকে এক হাজার টাকা,
মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আল মদিনা ফার্মেসিকে পণের হাজার টাকা, মিষ্টির ওজনে কারচুপি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় পলাশ মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক সর্বমোট ৮ টি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান পরিচালনার সময় বৈষম্য বিরোধী ছাত্রদের একটি টিম, কনসাস কনজুমার সোসাইটির একটি টিম এবং লক্ষীপুর মডেল থানা পুলিশের একটি চৌকশ টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
নিত প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক নুর হোসেন সাংবাদিকদের জানান।