ভারত মহাসাগরে পড়েছে লং মার্চ বি রকেট : চীনের মহাকাশ সংস্থা

আন্তর্জা‌তিক

দিগন্তের আলো ডেস্ক :
ভারত মহাসাগরে পড়েছে আলোচিত লং মার্চ বি রকেট। আজ রবিবার চীনের মহাকাশ সংস্থা ম্যাননড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

এর আগে ভূমধ্যসাগরে রকেটটি পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিল চীন।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *