দিগন্তের আলো ডেস্ক :-
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে লক্ষ্মীপুরে ন্যয্য মূল্যে সবজি বিক্রি করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে জেলা প্রেসক্লাব সম্মুখে এ বিক্রি কার্যক্রম শুরু হয়। বণিক সমিতির তত্ত্বাবধান ও ছাত্রদের আয়োজিত এ সবজি বিক্রি কার্যক্রম উদ্বোধন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল ও ছাত্ররা।
বণিক সমিতির তত্ত্বাবধানে ভ্রাম্যমান এ দোকানটি উদ্বোধন পরই ক্রেতাদের ভিড় দেখা গেছে। এখানে প্রতি কেজি বেগুন ৬০ টাকা, পেঁপে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বরবটি ৭৫ টাকা, টমেটু ১৩০ টাকা, ধনিয়া পাতা ১৫০ টাকা, কাঁচা মরিচ ১৩০ টাকা, লাল শাখ ৩০ টাকা, শশা ৩৫ টাকা, গাজর ১৫০ টাকা বিক্রি হচ্ছে।
আয়োজকরা জানান, বর্তমানে বাজার মূল্য আসলে অনেক বেশি। বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের কারণে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ নাজেহাল হয়ে যায়। ব্যবসায়ীদের সেই সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্যে ন্যয্য মূল্যে সবজি বিক্রির উদ্যোগ।
উল্লেখ্য, ন্যয্য মূল্যে জেলার প্রায় দশটির অধিক জায়গা সবজি ও মাংস বিক্রি করছে শিক্ষার্থীরা। বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মানুষের কাছে ন্যায্য মূল্যে শাকসবজি ও মাংস পৌঁছে দেবেন তারা।