বোন ও মেয়েকে নিয়ে রাতে হাতিরঝিল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

বি‌নোদন

দিগন্তের আলো ডেস্ক : –

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতি ও আলোকসজ্জা দেখতে হাতিরঝিল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার রাত সাড়ে ১০টার পর পূর্ব ঘোষণা ছাড়াই হাতিরঝিল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও ছোট বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারোয়ার সরকার জীবন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতিরঝিলে আলোকসজ্জাসহ অন্যান্য প্রস্তুতি ঘুরে দেখেন। সেখানে অল্প সময় অবস্থান করেন তিনি।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হলেও সারা বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) বিপর্যয়ের কারণে বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আয়োজনটি স্থগিত করা হয়েছে।

এছাড়া অন্যান্য সব জনসমাগমও বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *