দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়কে বিস্ফোরক আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুরে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বিকেলে সদর মডেল থানার একটি বিস্ফোরক মামলায় জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আটক হৃদয় রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির মো. দুলালের ছেলে।
জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ফারহান উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, হৃদয় সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছিলেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় জেলা সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রতিবাদ জানিয়েছেন।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিন কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।