দিগন্তের আলো ডেস্ক :
বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ৭৫ লাখ ছাড়াল – ছবি- সংগৃহীত
করোনাভাইরাস মহামারীতে বিশ্ববাসী দিশেহারা। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত আর মৃত্যু। সবশেষ শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে আট লাখ ৩৬ হাজার ৪৮৫ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ২৬০ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছে আরো ১৩ হাজার ৭২৬ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩২ লাখ ৮৪ হাজার ৪০৯ জন। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ ৪১ হাজার ৭৯২ জন।