স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয়ের আশা নিয়েই নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আকাঙ্ক্ষিত জয়টা সহজেই এসেছে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নির্ধারিত সময়ের অর্ধেকের মধ্যেই ম্যাচ শেষ করে এসেছে যুবারা। দাপুটে জয়ের সঙ্গে বাড়তি পাওনা রাকিবুল হাসানের পারফরম্যান্স। বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল আজ এবারের যুব বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছেন। বাকি কাজটা ব্যাটসম্যানরা দ্রুত সেরে নিয়ে এনে দিয়েছেন ৭ উইকেটের জয়।
৯০ রানের লক্ষ্য পেয়ে বাংলাদেশ দল ১৭তম ওভারে জয় তুলে নিয়েছে। পাক্কা দুই শ বল হাতে রেখে পাওয়া জয়টা আগের ম্যাচের মতো দ্রুত হয়নি টপ অর্ডারের তাড়াহুড়ায়। দ্রুত রান করতে নেমে তানজিদ (০), পারভেজ (১৫ বলে ২৫), ও শামিম (১০) ফিরে গেছেন ৩৫ রানের মধ্যে। ৫১ রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচ শেষ করে এসেছেন তুলনামূলক অভিজ্ঞ তৌহিদ হৃদয় (১৭*) ও মাহমুদুল হাসান (৩৫*)। টানা দুই জয়ে গ্রুপ সি থেকে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। আগামীকাল জিম্বাবুয়ে পাকিস্তানকে না হারাতে পারলেই সেটা নিশ্চিত হয়ে যাবে।