দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর পাড়ে আলতাফ মাষ্টার মাছঘাট এলাকার এসকে কলাপাতা চাইনিজ হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজের অভিযোগে উঠেছে।
শনিবার দুপুরে ওই হোটেলের গোপন কক্ষে অবৈধ মেলামেশা করার সময় ব্লেড দিয়ে প্রেমিকার পুরুষাঙ্গ কেটে নিয়েছে প্রবাসীর স্ত্রী। এসময় অতিরিক্ত রক্তপাত হওয়ায় দ্রুত প্রেমিককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় হোটেলের দুই কর্মচারি।
এই সুযোগে ওই প্রবাসীর স্ত্রী হোটেল কর্মচারীদের সহযোগিতায় দ্রুত স্থান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
তিন বছর প্রেম, বিয়ের মিথ্যা আশ্বাস, তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণ নেওয়া এবং বান্ধবির সঙ্গে প্রেম করার অপরাধে এ ঘটনা ঘটায় ওই নারী।
প্রেমিক ও প্রেমিকা তারা উভয়ই চাঁদপুরের মতলব উপজেলা শহরের বাসিন্দা বলে হোটেল কর্মচারীরা জানায়। ছেলেটি (অবিবাহিত) ও মেয়েটি এক দুবাই প্রবাসীর স্ত্রী (গৃহবধু)।
মাছঘাট এলাকার লোকজন জানায়, গত ৫৩ বছরেও রায়পুর শহর কোন বিনোদনকেন্দ্র না থাকায় গত তিন বছর ধরে মেঘনা নদীর পাড়ে মনোরোম পরিবেশে ঘুরতে আসে লোকজন। একে কেন্দ্র করে এসকে কলাপাতা হোটেলসহ চারটি চাইনিজ রেস্টুরেন্ট গড়ে ওঠে। এসকে কলাপাতা হোটেলটিতে ২৩টি গোপন কক্ষসহ আধুনিক সাজে সজ্জিত করা হয়।
শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উপজেলা শহর থেকে এক প্রবাসীর স্ত্রী (২২) তার প্রেমিক (২৫) নিয়ে এসকে হোটেলের গোপন কক্ষে খাবার খেয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।। তাছাড়া বিয়ের আশ্বাসে তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণ নিয়ে যায়। পরে কৌশল করে প্রেমিককে নদীর পাড়ে এই হোটেলে নিয়ে এসে মেলামেশার সময় ব্লেড দিয়ে লিঙ্গ কেটে নেয়।
এঘটনা ঘটিয়ে দুপুর দুইটায় হোটেল কর্মচারিদের সহযোগিতায় দ্রুত স্থান ত্যাগ করে ওই গৃহবধু।ঘটনার পর এখনও হোটেল মালিক, ম্যানেজার ও কর্মচারীদের আটক করা হয়নি।
স্থানীয়রা জানায়, বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সী ছেলে-মেয়ে এবং পরকিয়ায় আসক্ত প্রবাসীর স্ত্রী ও ব্যবসায়ীরা এসকে হোটেলের গোপন কক্ষে মোটা অংকের টাকার বিনিময়ে অসামাজিক করায় হোটেল মালিক মাসুদ।
এ ঘটনায় এসকে হোটেল মালিক মাসুদ বলেন, ঘটনার সময় আমি লক্ষ্মীপুর ছিলাম। হোটেল কর্মচারীরা ছেলেটিকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যায় এবং মেয়েটিও দ্রুত চলে যায়। আমার হোটেলে অনকে ধরনের লোক আসে। তবে অসামাজিক কার্যকলাপ হয়না।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, ছেলেটি লিঙ্গে ১৬টি সেলাই করা হয়। তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।।
রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, এসকে কলাপাতা হোটেলে অসামাজিক কাজ করার অভিযোগ পাইনি। ক্ষতিগ্রস্থ ছেলে মামলা করলে মেয়েটিসহ হোটেল অথবা তার মালিকের বিরুদ্ধে আইনত ব্যাবস্থা নেওয়া হবে।