দিগন্তের আলো ডেস্ক :-
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য অভিনয়শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুককে ফের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। গত ১ মে থেকে আবার আইসিইউতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। তিনি বলেন, গত মাসে মাত্র দুই দিনের জন্য কেবিনে আনা হয় ফারুককে। তার সুস্থতার ব্যাপারে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আবার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। চলতি ৪ মার্চ নায়ক ফারুককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত বছরের অক্টোবর মাসের শেষে চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন এই অভিনেতা। এরপর থেকে তিনি সুস্থই ছিলেন।
চিকিৎসকেরা আগেই বলে দিয়েছিলেন, বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় ফারুকের শরীর যেকোনো সময়ই খারাপ হতে পারে।
রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মারুফ বিন জাকারিয়া বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সন্ধায় ওই বৃদ্ধকে তার বাড়ীতে তুলে দেয়া হয়েছে। ভবিষ্যতে যেন এধরনের ঘটনা না ঘটে ছোট ছেলে ও পুত্রবধুর লিখিত অঙ্গিকারনামা নেয়া হয়েছে। পরে বৃদ্ধকে একটি সিলিং পাখা উপহার দেয়া হয়েছে।