প্রবাসী শ্রমিকদের পরিবারগুলোকে ত্রাণের আওতায় নেওয়ার দাবি

বাংলাদেশ

দিগন্তের আলো ডেস্ক ঃ-
বিশ্বের ৪৩টি দেশে এবং ১০০টি শহরে রয়েছে প্রবাসী ক্লাবের সদস্যরা। এবার তারা বাংলাদেশে থাকা প্রবাসী শ্রমিকদের দরিদ্র পরিবারগুলোকে ত্রাণের আওতায় নেওয়ার দাবি জানাল। সেইসঙ্গে ইউনিয়ন পর্যায়ে ২০টি প্রবাসীর পরিবারকে সরকারি ত্রাণের জন্য অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ক্লাবটি।

এক বিবৃতিতে সংগঠনের নেতাকর্মীরা বলেন, প্রবাসীদের পরিবারগুলো রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। করোনার কারণে পৃথিবীর কোথাও শ্রমিকরা কাজে যেতে পারছে না। তাই দেশে টাকা পাঠাতেও পারছে না। এসব রেমিট্যান্সযোদ্ধারা আজ চরম ঝুঁকিতে দিন কাটাচ্ছে।

তারা আরো বলেন, প্রবাসীদের মধ্যবিত্ত পরিবারগুলো কঠিন সংকটের মধ্যে রয়েছে। তাদেরকে করোনা মোকাবিলায় সহজ শর্তে তিন লাখ টাকা ব্যাংক ঋণ দিতে দাবি জানায় প্রবাসী ক্লাব।

এ ছাড়াও ইতালি, স্পেন, পর্তুগাল, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে যেসব প্রবাসী শ্রমিক এবং ছাত্র খাদ্য সংকটে আছে তাদেরকে দূতাবাসের মাধ্যমে আর্থিক সহায়তা দিতে দাবি জানানো হয়েছে। তারা বলেন, স্থানীয়ভাবে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ব্যক্তি প্রবাসী শ্রমিক এবং ছাত্রদের ত্রান দিলেও তা খুবই অপ্রতুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *