দিগন্তের আলো ডেস্ক :-
বাহরাইন প্রবাসী আবদুর রহিমের স্ত্রী বকুল আক্তার ও শিশুকন্যা ফাতেমা আক্তারের মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে নোয়াখালীর সোনাইমুড়িতে।
শনিবার রাতে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বকুল আক্তার সোনাইমুড়ি উপজেলার আলোকপাড়া গ্রামের মৃত আব্দুর রবের মেয়ে। তিনি কুমিল্লা জেলার মনোরহগঞ্জ থানার নাহারপাড় গ্রামের শাহজাহানের ছেলে বাহরাইন প্রবাসী আবদুর রহিমের স্ত্রী।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালে বকুল আক্তারের সঙ্গে আবদুর রহিমের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই শ্বশুর শাহজাহান, শাশুড়ি আয়েশা বেগম ও ননদ শাজেদা আক্তার পারিবারিক বিষয়াদি নিয়ে তার ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল।
শনিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে শ্বশুরালয়ের লোকজন তার ওপর নির্যাতন শুরু করে। এ সময় তার দুই কন্যা রুপা আক্তার (৭), ফাতেমা আক্তার (৩)কেও মারধর করা হয়।
একপর্যায়ে পাষণ্ড শাশুড়ি ও ননদ তাদের মারধর করতে করতে মা-মেয়ে ৩ জনের মুখে বিষ ঢেলে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা থেকে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার বকুল আক্তার ও ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় রুপা আক্তারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ি থানার এসআই ফারুক হোসাইন জানান, নিহত বকুল আক্তার ও তার ছোট মেয়ে ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বড় মেয়ে রুপা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।