প্রতিপক্ষ জিম্বাবুয়ে, বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলাধুলা

দিগন্তের আলো ডেস্ক :-
ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৬ জয়ের সুখস্মৃতি নিয়ে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

ওয়ানডে সিরিজের আগে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা।

আইসিসি ওয়ানডে সুপার লিগের সিরিজ বলেই সতর্ক বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গতকাল বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেওয়া তামিম এক ফাঁকে এটিও মনে করিয়ে দিতে ভুললেন না, ‘আয়ারল্যান্ড কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।’
টাইগারদের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *