পুলিশের মামলায় বিএনপি নেতার জামিন

আইন আদালত লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ¥ীপুরে পুলিশের করা দুই মামলায় কারাবন্দির চারদিন পর বিএনপি নেতা অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিবের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন তার জামিন দেন। এর আগে ১০ সেপ্টেম্বর একই আদালত জামিন নামঞ্জুর করে হাছিবসহ ৯ জনকে কারাগারে পাঠায়।
আসামি পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আহেমদ ফেরদৌস মানিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিবের জামিন চেয়ে আবেদন করা হয়েছে। আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
১৮ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালীন দায়িত্ব পালন কাজে বাধা, পিটিয়ে আহত, বিস্ফোরক ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ অজ্ঞাত তিন হাজার জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। দুই মামলাতেই বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করা হয়। ১০ সেপ্টেম্বর আদালতে জামিন শুনানি থাকলেও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খাঁয়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু আদালতে উপস্থিত হননি। এতে আদালত তাদের তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

একই মামলায় জামিন না মঞ্জুর করে লক্ষ¥ীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ১১ সেপ্টেম্বর একই মামলায় যুগ্ম জেলা জজ আদালত সাতজনকে ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৯ জনকে কারাগারে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *