পিরত দিবে বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পালিয়ে বেড়াচ্ছে ঠিকাদার জুয়েল

অপরাদ আইন আদালত

সাহাদাত হোসেন দিপু ঃ-
কৌশলে টাকা নিয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। ঠিকাদার জুয়েল এরই মধ্যে অন্তত অর্ধ কোটি টাকা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে টাকাতো ফিরত দিচ্ছেই না কারও পোন ও ধরছে না । তার বাড়ি কুশাখালী ইউনিয়নের কাঠালীয়া গ্রামে।

আরও পড়ুন ছবিসহ একাধিক মেয়ের সাথে ঘনিষ্ঠতা

সম্প্রতি মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, দত্তপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান, আহসানুল করিম রিপন, মান্দারী বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মান্দারী বাজারের বিশিষ্ট সিএনজি ব্যবসায়ী আবুল হোসেন, বিশিষ্ট মোবাইল ব্যাবসায়ী রাজু, ঠিকাদার করিম,ঠিকাদার মাহবুব সৈকত, জাহাঙ্গীর, মন্টু সহ আরও অনেকেই।

ভুক্তভোগী ঠিকাদার মাহবুব সৈকত জানান, আমি তার থেকে অনেক টাকা পাবো বিভিন্ন অজুহাতে ফিরত দিবে বলে সে আমার থেকে অনেক টাকা নিয়েছে কিন্তু টাকা নেওয়ার পর তাকে যতবার পোন দিচ্ছি সে কেটে দেয়, বাড়িতে গিয়ে ও তার খোঁজ পাওয়া যায় না, মাঝে মধ্যে পোন ধরলেও অকথ্য ভাষায় গালমন্দ করে। আমি আমার পাওনা টাকা পাওয়ার জন্য জুয়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

পাওনাদার অনেকেই অভিযোগ করেন কৌশলে আমাদের নিকট দেওয়ার কথা বলে অনেক টাকা নেয়। পরে সে যে কোন সময়ে আত্মগোপনে চলে যেতে পারে ।

দিঘলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল বলেন, ভাই কি বলবো এর স্বভাব এমন।

এই বিষয়ে জানতে চাইলে জুয়েল বলেন আমি টাকা দেনা আছি, এটা সত্য তবে এতো টাকা নয়, আমার হাতে এখন টাকা নাই, পরে টাকা হাতে আসলে দিয়ে দিবো।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন দিগন্তের আলোকে বলেন, এই বিষয়ে এখনও থানায় লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন ছবিসহ একাধিক মেয়ের সাথে ঘনিষ্ঠতা

লক্ষীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহলাম পাটোয়ারী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ এখনও পাই নাই। তবে তিনি বিষয়টির খতিয়ে দেখছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *