সাহাদাত হোসেন (দিপু) ঃ-
লক্ষীপুরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী বাজারের পশ্চিমে কাছিদবাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।
গঠনার বিবরনের আরও জানা যায় এ সড়ক মৃত্যুপুরী এলাকা হিসেবে ব্যাপক সুনাম অর্জিত হচ্ছে।
নিহত ব্যাক্তি হলেন- লক্ষীপুর সদর উপজেলার ভাঙ্গা খাঁ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নেয়ামতপুর গ্রামের মাঝি বাড়ির বাসিন্দা ও অটোরিকশা যাত্রী মোহাম্মদ উল্ল্যাহ (৬৫)।
আহতরা হলেন একই এলাকার নিহত মোহাম্মদ উল্ল্যার বড় ভাই শরিয়তউল্ল্যাহ (৭০) ও অটোরিকশা চালক আব্দুর রহিম (৫৫)।
দুর্ঘটনার পর পিকাপ ভ্যানের চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও অটোরিকশা জব্দ করেছেন বলে দিগন্তের আলোকে নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার হাইওয়ে ওসি মফিজ উদ্দিন ভূইয়া ।
ভাঙ্গা খাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিলু ও স্থানীয়রা জানান, লক্ষীপুরমুখী একটি পিকাপভ্যান মান্দারীমুখী যাত্রী বোঝাই একটি অটোরিকশার ডান পাশে সামনে থেকে এসে ধাক্কা দেয় । এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী এবং চালক সহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। লক্ষীপুর সদর হাসপাতাল সুত্রের জানা যায় সোমবার রাত আটটায় দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মোহাম্মদ উল্ল্যার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয়েছে। ঢাকা নেওয়ার পথে চৌদ্দগ্রাম তিনি মারা যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তিনি নিজেই ঘটনাস্থলে যান। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।