দিগন্তের আলো ডেস্ক :
ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৩ ফিলিস্তিনি। এরমধ্যে অন্তত ২ জন রয়েছেন যারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে সামরিক গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করতেন। পশ্চিম তীরের জেনিন শহরে বৃহস্পতিবার ভোরে এক অভিযানে এই গুলির ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, নিহত গোয়েন্দা কর্মকর্তাদের চিহ্নিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা হচ্ছে, আধাম ইয়াসির(২৩) ও তাইসির ইসা (৩২)। এছাড়া আরো একজন নিহত হয়েছেন যার নাম জামিল আল-আমুরি। তিনি ইসরাইলের কারাগারে বন্দি ছিলেন। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মুহাম্মদ আল-বাজুর নামের আরেক ফিলিস্তিনি কর্মকর্তা।
বর্তমানে তিনি একটি ইসরাইলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এক ভিডিওতে দেখা যায়, ওই ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরাইলি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অংশ নিয়েছিল। ইসরাইল সেখানে একটি গোপন অভিযান পরিচালনার সময় ফিলিস্তিনি কর্মকর্তারা সেখানে আক্রমণ করেন। ইসরাইলি বাহিনী তাদের সঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের এক সদস্যকে নিয়ে গিয়েছিল। ইসরাইলি বাহিনী একটি বেসামরিক গাড়িতে করে পশ্চিম তীরে আসে।