পরীক্ষা কেন্দ্র থেকে ছাত্রীকে নিয়ে পালিয়েছেন শিক্ষক

রামগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুরের রামগঞ্জে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী নিয়ে উধাও হয়েছেন সাহাদাৎ হোসেন বিপুল নামের এক সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে।

শিক্ষক সাহাদাৎ হোসেন বিপুল রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের জমদ্দার বাড়ির এবং শাহজকি উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। পরে ওই শিক্ষক/ছাত্রী জুটি পালিয়ে যাওয়ার ঘটনায় সহযোগিতার সন্দেহে ছাত্রীর মা ও বড়বোন লোকজন নিয়ে শনিবার পরীক্ষা কেন্দ্রের ভেতর মাঠে প্রীতি আক্তার নামে আরেক পরীক্ষার্থীকে মারধর করে। পরে রোববার ওই ছাত্রীর মা বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহজকি উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাদাৎ হোসেন বিপুলের সঙ্গে একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর প্রেমের সম্পর্ক চলে আসছিল।

আহত ছাত্রীর মা জানান, একই বাড়ির হওয়ায় ওই মেয়ে ও আমার মেয়ে একসঙ্গে স্কুলে যেত। শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক ছিল এটা আমার মেয়ে জানত না। তারা অন্যায়ভাবে আমার মেয়েকে পরীক্ষার হলে গিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়েছে। আমার মেয়ে প্রীতির ওপর হামলার বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *