পরিবর্তন আসছে টাইগারদের জার্সিতে

চন্দ্রগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক ঃ-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুধু বিজ্ঞাপন স্বত্বের কারণেই নয়, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে পরিবর্তন আসবে জার্সিতে। জাতীয় দলের জার্সিতে থাকবে মুক্তিযুদ্ধের ঐতিহ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, পুরো দেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিশেষ প্রস্তুতি, উদ্যোগ এবং নানা পরিকল্পনা করেছে। বিসিবিও তাই বিশেষ জার্সির পরিকল্পনা করেছে। ‘এটা আমাদের স্বাধীনতার ৫০তম বর্ষ বলে সবার কাছে বিশেষ উপলক্ষ। দেশবাসীর মতো ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা এর সাথে জড়িত হতে যাচ্ছে। বছরটি উদযাপন করার জন্য আমরা বিশেষ জার্সির কথা চিন্তা করেছি। জার্সিটা বাংলাদেশের জাতীয় পতাকা অনুসরণে সবুজ এবং লাল রঙের মিশ্রণে জার্সির ডিজাইন করা হয়েছে।’
তিনি যোগ করেন, ‘জাতীয় পতাকার লাল সূর্যটা জার্সিতে আমরা তুলে ধরেছি। এ ছাড়া দেশ স্বাধীন করা মুক্তিযোদ্ধারা যেভাবে উদযাপন করেছেন সেটিও তুলে ধরা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *