নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী লোকজনের মধ্যে দফায়-দফায় সংঘর্ষে, আহত ২

অপরাদ চন্দ্রগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রের বাহিরে বসাকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের লোকজনের মধ্যে দফায়-দফায় সংঘর্ষে ঘটনা ঘটেছে।

এসময় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মী মাসুদ আলম ও মো. কামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আহতদের স্থানীয় ক্লিনিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর ভোট-কেন্দ্রের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ভোটকেন্দ্রের বাহিরে নৌকার সমার্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমার্থকরা ভোটারদের টেবিল বসাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের সমার্থক মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পর নৌকার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের ওপর হামলিয়ে পড়ে। এতে স্বতন্ত্র প্রার্থীর কেন্দ্র কমিটির সদস্য মাসুদ আলম কে কুপিয়ে আহত করা হয়। মাসুদকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন অপর আরেক কর্মী মো. কামাল হোসেন।

এ হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন নৌকার সমার্থক দেলোয়ার হোসেন ও আব্দুর রাজ্জাক রিংকু।

বক্তব্য জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হককে একাধিকবার মোবাইল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন জানান, একটি ভোটকেন্দ্রের বাহিরে বসাকে কেন্দ্র করে একটি মারামারি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *