নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে বৃদ্ধ আলী মিয়ার(৬০) বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সকালে অভিযুক্ত আলী মিয়াকে গ্রেফতার করছে পুলিশ। আলী মিয়া উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আলীর বাড়ী, মৃত আবদুল ছমদদের পুত্র।
বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে অভিযুক্ত আলী মিয়া চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৩ শ্রেনীতে পড়ুয়া ৮ বছর বয়সের প্রতিবেশী এক শিশুকে জোরপূর্বক ধর্ষন করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চন্দ্রগঞ্জ পূর্ববাজার ন্যাশনাল হাসপাতাল পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত আলী মিয়াকে গ্রেফতার করে শনিবার দুুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষনের শিকার শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দতন্ত করছে বলেও জানান ওসি আনোয়ারুল ইসলাম।