সাহাদাত হোসেন (দিপু) ঃ-
শপথ গ্রহনের আগেই মৃত্যুবরন করেছেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন (৬২)। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে (প্রাঃ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এর আগে বিকেলে ষ্ট্রোকজনিত ব্যাথার কারনে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
ইসমাইল হোসেনের বাড়ী দিঘলী ইউনিয়নের রমারখিল গ্রামে। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক। তার মৃত্যুতে দিঘলী ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে।
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ গ্রহণ করা হয়নি।
নির্বাচনকালীন তিনি দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ থেকে তাকে বহিস্কার করা হয়।
ইসমাইলের মৃত্যুর বিষয়টি দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের নিশ্চিত করেছেন। আগামীকাল শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ইসমাইল হোসেনের স্বজনরা জানায়, ইসমাইল স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তার পরিবারে, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বিগত কয়েক মাস আগে তার সহধর্মীনী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।