সাহাদাত হোসেন (দিপু) ঃ-
সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও মানবতাবাদী, লক্ষীপুর জেলার ঐতিহ্যবাহী, সুনামধন্য নবারুণ যুব সংঘ ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে হুনায়ুন কবির খান, ও সাধারণ সম্পাদক কবির হোসেনকে নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য মোট ১৭ সদস্য বিশিষ্ট কার্যকর কমিটির অনুমোদন দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের কনফারেন্স কক্ষে ক্লাবটির সাবেক, সিনিয়র নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলি ও এলাকার গণ্য, মান্য ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে থাকা সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুর রহিম মিন্টু, সহ-সভাপতি সাহাদাত হোসেন দিপু , যুগ্ন সাধারণ সম্পাদক, আসলাম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ শাহাদাত খান শাওন, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান সজিব, ক্রিড়া সম্পাদক, সাইম, সহ-ক্রিড়া,জাহিদুল, দপ্তর শিমুল, প্রচার হানিফ, সাহিত্য আকাশ, সাংস্কৃতিক ইশতিয়াক, কার্যকরি সদস্যবৃন্দ ফুলক, হৃদয় ও রাকিব।
অল্প সময়ে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে জেলাবাসীর প্রশংসা ও লক্ষীপুর জেলার সেরা ক্লাবগুলোর মধ্যে কিভাবে জায়গা করে নিয়েছেন জানতে চাইলে নবারুণ যুব সংঘের সভাপতি কবির খান, ও সাধারণ সম্পাদক কবির হোসেন দিগন্তের আলোকে বলেন ১৯৮২ সালে প্রতিষ্ঠা হয়ে আজ পর্যন্ত এলাকার মানোন্নয়ন সহ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন এই ক্লাবের সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে এলাকা ও এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্টানে সর্বোৎকৃষ্ট প্রচেষ্টা অব্যাহত রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। এই ছাড়াও অর্থ, সময়,শ্রম ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রতিনিয়ত পুরো লক্ষীপুর জেলা জুড়ে বিপদগ্রস্ত ও অসহায়দের পাশে নিজেদের সবটুকু দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। তারা আরও বলেন জেলা, উপজেলা, ও ইউনিয়ন পর্যায়ে ভালো কাজের মধ্যে দিয়ে আমাদের ক্লাবের সুনাম দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
এই ছাড়াও নবারুণ যুব সংঘ ক্লাব ও ক্লাবের সদস্যবৃন্ধ সেই অতীত থেকে এলাকার জন্য সর্বোচ্চ সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। মসজিদ নির্মাণ ও মেরামত, রাস্তাঘাট নির্মাণ ও মেরামত, ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিবাহ কাজে সহযোগীতা, ওয়াজ মাহফিল, ক্লাব, ক্রীড়া ও সাংস্কৃতিক কাজ বাস্তবায়ন করা, নলকূপ খনন, এনজিও কর্মকাণ্ডে সহযোগীতা, জানাজায় স্বেচ্ছায় কর্ম সম্পাদন, রুগীর রেফার ও সেবাদান, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরী, খৎনা, সামাজিক কাজের কমিটিগঠন, স্বেচ্ছাসেবক কমিটিগঠন, ছাত্র কল্যাণমূলক তহবিল গঠন ইত্যাদি কার্যে সরব ভূমিকা পালন করেছে। সভাপতি কবির খান বলেন আমরা ধন্যবাদ দিয়ে ছোট করবো না, যারা নবারুণ যুব সংঘ ক্লাব প্রতিষ্ঠা থেকে এখনও পর্যন্ত ক্লাবের প্রতিটি ভালো কাজে সবসময় আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
তারা আরও বলেন এই ভাবে প্রতিনিয়ত যেন আমরা ভালো কাজ করে যেতে পারি সেই জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।