দিগন্তের আলো ডেস্ক ঃ
মেজর জেনারেল (অব.) আমসআ আমিনের নেতৃত্বে ‘নৈতিক সমাজ’ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দল গঠনের ঘোষণা দেওয়া হয়। রাজনীতিতে নীতিবান নেতৃত্ব এবং নৈতিক মূল্যবোধ তৈরির উদ্দেশ্য নিয়ে এ রাজনৈতিক দল গঠিত হয়েছে বলে জানানো হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, সাবেক মেজর মুজিবুল হকসহ কয়েকজন নেতা অংশ নেন।