নতুন ডিসি প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

Uncategorized লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকারকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ আয়োজন করা হয়।

এ সময় আব্দুল খালেক, মো. ইদ্রিস ও মো. জহির নামে তিন ব্যক্তি বক্তব্য রাখেন। মানববন্ধনে ১৫-২০ জন মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন ডিসি স্বৈরাচার সরকারের দোসর। তার পুরো গোষ্ঠী আওয়ামী লীগ করে। লক্ষ্মীপুরের ছাত্রসমাজ তাকে চায় না। তাকে দ্রুত প্রত্যাহার করতে হবে।

প্রসঙ্গত, রাজিব কুমার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ৯ সেপ্টেম্বর তাকে নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১১ সেপ্টেম্বর তাকে নাটোরের পরিবর্তে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর তিনি লক্ষ্মীপুরে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *