দিগন্তের আলো ডেস্ক ঃ-
বর্তমানে দেশে রাজনীতির ইজ্জত বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (১১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, ‘দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন খালেদা জিয়া, আর গণতন্ত্র ধ্বংস করেছেন শেখ হাসিনা। খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’
আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, ‘দিনের ভোট রাতে করার জন্য পুলিশ, র্যাব, এসপি ও ডিসি সাহেবরা যোগসাজশ করে এ অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে। বর্তমান রাজনীতির ইজ্জত বলতে কিছু নেই। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে রাজনীতির মান-সম্মান ফিরিয়ে আনতে হবে।’
মানববন্ধনে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা ভিপি হারুনুর রশিদ, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, নিজাম উদ্দিন, শাহ মো. এমরান, কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলীম হুমায়ুন, যুগ্ম-আহ্বায়ক রশীদুল হাসান লিংকন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।