দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত যুবলীগ নেতা

অপরাদ চন্দ্রগঞ্জ

 

দিগন্তের আলো ডেস্ক ঃ-

যুবলীগ নেতাকে পিটিয়ে চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
লক্ষ্মীপুরে কামাল হোসেন নামে এক যুবলীগ নেতাকে রড দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে আটক করতেও পারেনি পুলিশ।

আহত কামাল বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও স্থানীয় পোদ্দার বাজারের ফল ব্যবসায়ী। তিনি নন্দীগ্রামের আবুল হাশেমের ছেলে। কামাল বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীর অনুসারী হিসেবে পরিচিত। জিহাদী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন হত্যা মামলার প্রধান আসামি।

পুলিশ ও কামালের স্বজনরা জানান, কামাল ইফতারের পর বাড়ি থেকে পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন। নন্দীগ্রাম এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে রড দিয়ে খুঁচিয়ে তার চোখ উপড়ে ফেলে তারা। পরে তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থল থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, কামালের অবস্থা আশঙ্কাজনক। তার ডান চোখের অবস্থা ভালো নয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, কী কারণে, কারা কামালের ওপর হামলা করেছে তা তদন্ত চলছে। আহত ব্যক্তির পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *